Monday, 28 July 2025

কলকাতায় এক চায়ের দোকানে আলোচনা চরমে। বিষয় ছিলো পশ্চিমবঙ্গের উন্নয়ন।

প্রথম আড্ডাধারী: পশ্চিমবঙ্গকে ভারত থেকে স্বাধীন করে নেওয়া হোক।

দ্বিতীয় আড্ডাধারী: সে তো বুঝলাম, কিন্তু স্বাধীন করলে
উন্নয়ন হবে কিভাবে?

তৃতীয় আড্ডাধারী: স্বাধীন হওয়ার পর আমরা আমেরিকাকে আক্রমণ করবো।

চতুর্থ আড্ডাধারী: হ্যাঁ ভাই, আমেরিকার উপর আক্রমণ করলে কি হবে?

তৃতীয় আড্ডাধারী: যেই আমরা আক্রমণ করবো, অমনি আমেরিকা আমাদের হারিয়ে দেবে, আর পশ্চিমবঙ্গ দখল করে নেবে।আমরা আমেরিকার নাগরিক হয়ে যাবো, আমেরিকা নিজের উন্নয়ন করবে সাথে আমাদেরও উন্নয়ন হয়ে যাবে।

প্রথম আড্ডাধারী: বাহ্ ভাই, তাহলে তো না ভিসা না পাসপোর্ট, আমাদের সব টাকা ডলার হয়ে যাবে, ছেলেমেয়েরা ইংরেজি বলবে।

এক কোণায় আমি চুপ করে বসেছিলাম, একজন বললো: কি রে শিবরাম তুই চুপচাপ কেনো, তুইও কিছু বল।

আমি ভাবছি যে যদি আক্রমণে আমরা জিতে যাই, তাহলে আমেরিকার কি হবে! 

~ শিবরাম চক্রবর্তী

Monday, 7 July 2025

SHE sang, 'Aamar Jaoar Somoi Holo, Dao Biday'



Actor Rudranil Ghosh reviewed HER (the self proclaimed Greatest Gift Of God To Bengali Mankind) singing of Kazi Nazrul Islam's 'Aamar Jaoar Somoi Holo, Dao Biday' on Nazrul's birth anniversary at Rabindra Sadan in 2025. 
* Laugh Aloud 
* Bengal Doomed 
* Bengalis Shamed 
* How West Bengal Travels