কলকাতায় এক চায়ের দোকানে আলোচনা চরমে। বিষয় ছিলো পশ্চিমবঙ্গের উন্নয়ন।
প্রথম আড্ডাধারী: পশ্চিমবঙ্গকে ভারত থেকে স্বাধীন করে নেওয়া হোক।
দ্বিতীয় আড্ডাধারী: সে তো বুঝলাম, কিন্তু স্বাধীন করলে
উন্নয়ন হবে কিভাবে?
তৃতীয় আড্ডাধারী: স্বাধীন হওয়ার পর আমরা আমেরিকাকে আক্রমণ করবো।
চতুর্থ আড্ডাধারী: হ্যাঁ ভাই, আমেরিকার উপর আক্রমণ করলে কি হবে?
তৃতীয় আড্ডাধারী: যেই আমরা আক্রমণ করবো, অমনি আমেরিকা আমাদের হারিয়ে দেবে, আর পশ্চিমবঙ্গ দখল করে নেবে।আমরা আমেরিকার নাগরিক হয়ে যাবো, আমেরিকা নিজের উন্নয়ন করবে সাথে আমাদেরও উন্নয়ন হয়ে যাবে।
প্রথম আড্ডাধারী: বাহ্ ভাই, তাহলে তো না ভিসা না পাসপোর্ট, আমাদের সব টাকা ডলার হয়ে যাবে, ছেলেমেয়েরা ইংরেজি বলবে।
এক কোণায় আমি চুপ করে বসেছিলাম, একজন বললো: কি রে শিবরাম তুই চুপচাপ কেনো, তুইও কিছু বল।
আমি ভাবছি যে যদি আক্রমণে আমরা জিতে যাই, তাহলে আমেরিকার কি হবে!
~ শিবরাম চক্রবর্তী