আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হল ! এবারের থিম কোস্টারিকা! উদ্বোধক কোস্টারিকান সাহিত্যিক রেক্সোনা পিন্তো লোপেজ! উপস্থিত ছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো মানুষ এবং অবশ্যই মমতা ব্যানার্জী ছিলেন মঞ্চ আলোকিত করে, দীর্ঘ বক্তৃতায়, কবিতার ডালি নিয়ে |
কিন্তু বক্তৃতা দিতে উঠে দিদি বললেন -
এই যে আপনারা দেখছেন রেক্সোনাজী এসেছেন! আমরা খুব আনন্দিত! আমি রেক্সোনাজী কে অনুরোধ করবো ওনার বিখ্যাত সাবান কোম্পানি রেক্সোনা সাবানের কারখানার জন্য কলকাতার আশেপাশে ইনভেস্ট করতে! রেক্সোনা খুব ভালো সাবান! অল্প জল পেলেই দারুন ফ্যানা হয়! আর কলকাতায় জলের অভাব নেই! কারন শোভন আছে (আমি নই! জল শোভন)! কি রেক্সোনাজী ইনভেস্ট করবেন তো?
উনি না বুঝে ঘাড় নাড়লেন! নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শরীরের যা অবস্থা একা উঠে মঞ্চ থেকে নেমে আসতেও পারবেন না!
এরপর ম্যাডাম বললেন - দেখলেন তো! বইমেলার স্টেজ থেকেও আমি লগ্নি আনতে পারি! শুধু ব্রেন লাগে! শুধু কথা বললেই হয়না! কাজে করে দেখাতে হয় ... |