Thursday, 14 March 2019

School children in India grow up harbouring the American Dreams inspite of such profound knowledge imparted by the teachers


Even with such 'knowledge' imparted in schools, students nurture the American Dreams and grow up to become one of the 5+ lakhs students who passout every year from the 7000+ engineering colleges in India.
No wonders most of them are unemployable or will surely be jobless by the time they are 40.
.
.
.
#EducationAndCareerPundit
#RottenEnglish
#HowIndiaTravels
#LaughAloud 

The 'Natoore' (nature) and 'Footure' (future) of school children in India are pretty obvious


India's FOOTOORE is in the hands of a God gifted NAATOORE teacher!
Jai ho :P

With such teachers in schools, the 'Natoore' (nature) and 'Footure' (future) of school children in India are pretty obvious.

The parents of these kids could be menial workers, household helps, rickshaw pullers, etc and almost spend their entire earnings with the belief that their wards will grow up with absolute fluency in English.
.
.
.
#EducationAndCareerPundit
#HowIndiaTravels
#LaughAloud
#RottenEnglish

Sunday, 10 March 2019

Got a job in my dreams on hearing that I hail from West Bengal

কাল রাতে স্বপ্ন দেখলাম, একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কম্পানিতে জব ইন্টারভিউ দিতে গিয়েছি। প্রশ্ন করলো

 _*কোথা থেকে আসছেন?*_

-বললাম ইন্ডিয়া থেকে।

 _*ইন্ডিয়ার কোথায়?*_

-পশ্চিমবঙ্গ

 _*কোন পশ্চিমবঙ্গ?*_

-সেই পশ্চিমবঙ্গ যেখানে উন্নয়নের জোয়ারে 945 টা নতুন দেশের আবিষ্কার হয়ে পৃথিবীর মোট দেশ সংখ্যা দাড়ায় 1140 টা,

-সেই পশ্চিমবঙ্গ যেখানে যৌন ধর্ম আবিষ্কার হয়েছে,

-সেই পশ্চিমবঙ্গ যেখানে সরস্বতী পুজো ও বসন্ত উৎসবের মানে একই,

-সেই পশ্চিমবঙ্গ যেখানে সদ্যোজাত বাচ্চার ওজন 1500 kg হয়,

-সেই পশ্চিমবঙ্গ যেখানে ভগবান বিষ্ণুকে মাতা রুপে গণ্য করা হয়,

-সেই পশ্চিমবঙ্গ যেখানে উনার সৃষ্টিগুলোকে কবিতা আর ছবির নাম দেওয়া হয়,

  -সেই পশ্চিমবঙ্গ যেখানে চপ ভেজে ফেসবুকে নিজের বায়ো তে ইন্ডাস্ট্রিয়ালিস্ট লেখা যায়,

 -সেই পশ্চিমবঙ্গ যেখানে তার ছবি মনীষীদের সাথে থাকে,

 -সেই পশ্চিমবঙ্গ যেখানে তার বাবা স্বাধীনতা সংগ্রামী,

   -সেই পশ্চিমবঙ্গ যেখানে উনার আমলে এম.এ, বি.এড, ডক্টরেট সব একসাথে করা যেত,

  -সেই পশ্চিমবঙ্গ যেখানে ইতিহাসে ডহর বাবুর চাপ্টারটা ইম্পর্টেন্ট,

    -সেই পশ্চিমবঙ্গ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লেবু জল খাইয়ে গান্ধীজির অনশন ভঙ্গ করেন,

 -সেই পশ্চিমবঙ্গ যেখানে শেক্সপিয়ার আর রবীন্দ্রনাথ সমসাময়িক হয়ে যান,

 -সেই পশ্চিমবঙ্গ যেখানে বাংলাদেশকে পাকিস্তানের বর্ডার বলা হয়।

সব শুনে উনারা 2 মিনিট আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। শেষে উঠে দাঁড়িয়ে স্যালুট করে আমাকে বললেন-

_*স্যালারি কিতনা লোগে ভাইয়া ইয়ে ডিসকাস কর লে?*_  😆