Sunday, 10 March 2019

Got a job in my dreams on hearing that I hail from West Bengal

কাল রাতে স্বপ্ন দেখলাম, একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কম্পানিতে জব ইন্টারভিউ দিতে গিয়েছি। প্রশ্ন করলো

 _*কোথা থেকে আসছেন?*_

-বললাম ইন্ডিয়া থেকে।

 _*ইন্ডিয়ার কোথায়?*_

-পশ্চিমবঙ্গ

 _*কোন পশ্চিমবঙ্গ?*_

-সেই পশ্চিমবঙ্গ যেখানে উন্নয়নের জোয়ারে 945 টা নতুন দেশের আবিষ্কার হয়ে পৃথিবীর মোট দেশ সংখ্যা দাড়ায় 1140 টা,

-সেই পশ্চিমবঙ্গ যেখানে যৌন ধর্ম আবিষ্কার হয়েছে,

-সেই পশ্চিমবঙ্গ যেখানে সরস্বতী পুজো ও বসন্ত উৎসবের মানে একই,

-সেই পশ্চিমবঙ্গ যেখানে সদ্যোজাত বাচ্চার ওজন 1500 kg হয়,

-সেই পশ্চিমবঙ্গ যেখানে ভগবান বিষ্ণুকে মাতা রুপে গণ্য করা হয়,

-সেই পশ্চিমবঙ্গ যেখানে উনার সৃষ্টিগুলোকে কবিতা আর ছবির নাম দেওয়া হয়,

  -সেই পশ্চিমবঙ্গ যেখানে চপ ভেজে ফেসবুকে নিজের বায়ো তে ইন্ডাস্ট্রিয়ালিস্ট লেখা যায়,

 -সেই পশ্চিমবঙ্গ যেখানে তার ছবি মনীষীদের সাথে থাকে,

 -সেই পশ্চিমবঙ্গ যেখানে তার বাবা স্বাধীনতা সংগ্রামী,

   -সেই পশ্চিমবঙ্গ যেখানে উনার আমলে এম.এ, বি.এড, ডক্টরেট সব একসাথে করা যেত,

  -সেই পশ্চিমবঙ্গ যেখানে ইতিহাসে ডহর বাবুর চাপ্টারটা ইম্পর্টেন্ট,

    -সেই পশ্চিমবঙ্গ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লেবু জল খাইয়ে গান্ধীজির অনশন ভঙ্গ করেন,

 -সেই পশ্চিমবঙ্গ যেখানে শেক্সপিয়ার আর রবীন্দ্রনাথ সমসাময়িক হয়ে যান,

 -সেই পশ্চিমবঙ্গ যেখানে বাংলাদেশকে পাকিস্তানের বর্ডার বলা হয়।

সব শুনে উনারা 2 মিনিট আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। শেষে উঠে দাঁড়িয়ে স্যালুট করে আমাকে বললেন-

_*স্যালারি কিতনা লোগে ভাইয়া ইয়ে ডিসকাস কর লে?*_  😆

No comments:

Post a Comment