Friday, 7 April 2023

Epic printing error in Jugantar

একবার বিখ্যাত রাজনৈতিক ব্যাক্তিত্ব সুশীল ধারার নেতৃত্বে একটি 'মৌন প্রতিবাদ' মিছিলের রিপোর্ট করতে গিয়ে যুগান্তর পত্রিকায় ছাপা হয়েছিল:
"সুশীল বারার নেতৃত্বে মৌন মিছিল।" 

ভুল বুঝতে পেরে তার পরদিন ভ্রম সংশোধনী ছাপা হয়
"সুশীল ধারার নেতৃত্বে যৌন মিছিল।" 

ভুলের পুনরাবৃত্তি হওয়ায় পরদিন ছাপা হয়
"ক্রম সংশোধন- 'যৌন মিছিল' নয়, 'মৌন মিছিল' হবে । আমরা লজ্জিত। " 

ভ্রমের জায়গায় ক্রম ছাপায়, পরের দিন লিখতে হল 
"ক্রম সংশোধন' নয়, 'ভ্রম সংশোধন হবে'। আমরা সজ্জিত।" 

এতেও ভুল হওয়ায় পরের দিন শেষবারের মত কাগজে দেখা গেল-
"গতকাল 'লজ্জিত'র জায়গায় 'সজ্জিত' ছাপা হয়েছে। আমাদের এই অনভিপ্রেত পাছার ভুলের জন্য আমরা দুঃখিত ।" 

এতবার ভুল হওয়ায় এবার পাঠকরা অত্যন্ত বিরক্ত হলেন। 
চারদিক থেকে প্রচুর চিঠি আসতে লাগল। 
সম্পাদক কম্পোজিটারকে ডেকে আচ্ছা করে ধমকালেন। 
কম্পোজিটার গিয়ে টাইপসেটারের বাপান্ত করলেন।
ঘাবড়ে গিয়ে নার্ভাস টাইপসেটার যা করলেন, তাতে পরের দিন কাগজে বের হলো
"ছাপার ভুলের জায়গায় পাছার চুল লেখায় আমরা ক্ষমাপ্রার্থী। " 

No comments:

Post a Comment